ভারতে বেড়েই চলেছে গবাদি পশুর রোগ লাম্পি স্কিন। দেশটির গণমাধ্যম বলছে এখন পর্যন্ত ২৪ লাখের বেশি গরু-মহিষ আক্রান্ত হয়েছে এই রোগে। খবর এপির।
সংবাদ সূত্রে জানা গেছে, এখন পর্যন্ত এ রোগে মৃত্যু হয়েছে ১ লাখ ১০ হাজারের বেশি গবাদি পশুর। কেন্দ্র এবং স্থানীয় সরকারের নানামুখী উদ্যোগের পরও নিয়ন্ত্রণে আসেনি পরিস্থিতি। এ নিয়ে নানামুখী গুজবও ছড়িয়েছে ভারতজুড়ে। আক্রান্ত গবাদি পশুর দুধ পান করলে লাম্পি স্কিন মানুষের মাঝেও ছড়াচ্ছে, এমন গুজব ছড়িয়েছে হরিয়ানা এবং রাজস্থানের মতো রাজ্যগুলোয়। যদিও মানবদেহে এই রোগ ছড়ানোর বিষয়ে এখনও কোনো প্রমাণ পাননি স্বাস্থ্য বিশেষজ্ঞরা।
সরকারি ভ্যাকসিন প্রয়োগের কারণেও অনেক গবাদিপশুর মৃত্যু হয়েছে এমন গুজবও ছড়ানো হয় সামাজিক মাধ্যমে।
এটিএম/
Leave a reply