ছবি: সংগৃহীত
লিওনেল মেসি। বিস্ময়কর এক নাম। যার জন্য সমর্থকদের পাগলাটে কাণ্ড বা কান্নার ঘটনা হর হামেশাই ঘটে। নিজের ব্যর্থতায় কাঁদিয়েছেন অনেক ভক্তকে।
তবে আর্জেন্টাইন কিংবদন্তি এবার সাক্ষী হলেন অন্য রকম এক কান্নার। তার সাক্ষাৎকার নিতে এসে কেঁদে দিয়েছেন এক সাংবাদিক।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে আর্জেন্টিনার ডিরেক্ট টিভি স্পোর্টসের সাংবাদিক পাবলো গিয়ারাল্টের কান্নার ভিডিও। মেসির সাক্ষাৎকার নেবেন, এমন স্বপ্ন তার অনেক দিন ধরে ছিল।
সে স্বপ্ন সত্যি হওয়ার পর চোখের পানি আর আটকে রাখতে পারেননি তিনি। ভেজা চোখে পাবলো মেসিকে বলেছেন, সারা জীবন ধরে স্বপ্ন দেখেছি। কখনো ভাবিনি এতটা সৌভাগ্য আমার হবে। আপনার সাথে আমার গল্প, ভালোবাসা ভাগ করে নেব। আপনাকে হৃদয় থেকে কৃতজ্ঞতা জানাই।
/এনএএস
Leave a reply