বিএনপি ২০১৩-১৪ সালের মতো সহিংসতা করলে সমুচিত জবাব দেয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বলেন, বিএনপি উসকানি দিয়ে লাশ ফেললে সরকার দায়ী থাকবে না।
শনিবার (২২ অক্টোবর) দুপুরে ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় নিরাপদ সড়ক দিবসের অনুষ্ঠান শেষে এই হুঁশিয়ারি দেন ওবায়দুল কাদের। এ সময় বিএনপির উদ্দেশে তিনি বলেন, তাদের সহিংসতার উদ্দেশ্য সফল হতে দেয়া হবে না।
ওবায়দুল কাদের বলেন, বিএনপির কর্মসূচি আওয়ামী লীগ রাজনৈতিকভাবে মোকাবেলা করবে। দেশে বিশৃঙ্খলা হোক তা চায় না আওয়ামী লীগ। কারণ তাতে ক্ষমতাসীন দলেরই ক্ষতি বলে মনে করেন ওবায়দুল কাদের।
এসজেড/
Leave a reply