ছবি: সংগৃহীত
ভারতের হায়দ্রাবাদে একটি যাত্রীবাহী বাসের সাথে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১৫ জন নিহত হয়েছে। আহত হয়েছে কমপক্ষে ৪০ জন।
ভারতীয় গণমাধ্যম টাইমস অফ ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়, শনিবার (২২ অক্টোবর) সকালের দিকে মধ্য প্রদেশের রেওয়ার সুহাগী পাহাড়ের কাছে মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটেছে। বাসটিতে প্রায় ১০০ জন যাত্রী ছিল।
আহতদের দ্রুত উদ্ধার করে কাছাকাছি সুহাগীর জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
আহত ৪০ জনের মধ্যে ২০ জনকে উত্তর প্রদেশের প্রয়াগরাজের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাসে থাকা যাত্রীরা সবাই উত্তর প্রদেশের বাসিন্দা। তাঁরা দীপাবলি উদ্যাপন করতে বাড়ির দিকে যাচ্ছিলেন।
/এনএএস
Leave a reply