হলি আর্টিজান রেস্তোরায় জঙ্গি হামলার দু’বছর আজ

|

গুলশানের হলি আর্টিজান রেস্তোরায় জঙ্গি হামলার দু’বছর আজ। সকালে ঘটনাস্থল হলি আর্টিজানে নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত জাপানে রাষ্ট্রদূত হিরোইয়াসু ইজুমি।

এরপর বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, রাজনৈতিক দলের নেতা, নিরাপত্তা বাহিনীর সদস্য ও নিহতদের স্বজনরা শ্রদ্ধা জানান। হলি আর্টিজানে নিহতদের স্মরণে নির্মিত অস্থায়ী বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন তারা।

এসময় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, দেশে জঙ্গিবাদ দুর্বল হয়েছে তবে নিমূল হয়নি।

২০১৬ সালের ১ জুলাই বিদেশিদের কাছে আকর্ষণীয় গুলশানের হলি আর্টিজান বেকারিতে হামলা করে পাঁচ জঙ্গি। তাদের রুখতে গিয়ে বোমা হামলায় নিহত হন দুই পুলিশ কর্মকর্তা। পরে কমান্ডো অভিযানে হামলাকারী পাঁচ তরুণ ও ক্যাফের এক পাচক নিহত হন। ভেতর থেকে উদ্ধার করা হয় ১৭ বিদেশিসহ ২০ জনের মরদেহ।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply