অভিবাসী ইস্যুতে ট্রাম্পের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে বিক্ষোভ

|

সীমান্তে অনুপ্রবেশ বন্ধে ট্রাম্প প্রশাসনের ‘জিরো টলারেন্স’ নীতির বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের বিভিন্ন রাজ্যে বিক্ষোভ করেছেন লাখো মানুষ। শুধু ওয়াশিংটন ডিসিতেই বিক্ষোভে অংশ নেন ৩০ হাজারের বেশি মানুষ।

শনিবার রাজধানী নগরীটিতে ‘ফ্যামিলি বিলংস টুগেদার’ শীর্ষক এ কর্মসূচিতে বিক্ষোভকারীদের মধ্যে ছিলেন যুক্তরাষ্ট্রের হাজারো অভিবাসী পরিবার, মানবাধিকার কর্মী, ধর্মীয় নেতা, তারকা ব্যক্তিত্বসহ অনেকে।

এসময় ‘অমানবিক’ আখ্যা দিয়ে বিদ্যমান অভিবাসন নীতিমালা বাতিলে প্রশাসনের প্রতি আহ্বান জানান বিক্ষোভকারীরা। মেক্সিকো সীমান্তে বাবা-মা’র কাছ থেকে বিচ্ছিন্ন করে দেয়া শিশুদের ফিরিয়ে দেয়ারও দাবি জানান তারা।

অভিবাসনবিরোধী নীতিমালার বিরোধিতায় আজও দেশটির ৫০টি রাজ্যে সাড়ে ৭শ’ বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয়েছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply