ছবি: সংগৃহীত
ভিরাট কোহলির অবিস্মরণীয় ব্যাটিংয়ে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হতবাক করে ৪ উইকেটের নাটকীয় জয় পেয়েছে ভারত। পাকিস্তানের দেয়া ১৬০ রানের লক্ষ্যে একদম শেষ বলে গিয়ে ম্যাচ জয় নিশ্চিত হয় ভারতের।
পাকিস্তানকে ১৫৯ রানে আটকে রেখে জয়ের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমেই বিপাকে পড়ে যায় ভারত। ৩১ রানে লোকেশ রাহুল, রোহিত শর্মা, সুরাইয়া কুমার যাদব ও অক্ষর প্যাটেলের উইকেট হারিয়ে কোণঠাসা হয়ে পড়ে ভারত। সেই অবস্থা থেকে দলকে খেলায় ফেরান কোহলি। তাকে সঙ্গ দিয়েছেন অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া।
ভারতের জয়ের নায়ক ভিরাট কোহলিকে নিয়ে টুইট করেছেন মুশফিকুর রহিম। তিনি লিখেছেন, সর্বশক্তিমান জানেন কীভাবে আপনার মতো একজন কিংবদন্তীকে সম্মান দিতে হয়।
@imVkohli Almighty knows how to give respect to a Legend like you ✊✊✊✊what a run chase and what a match…😇😇😇 pic.twitter.com/G0CfSEzpfZ
— Mushfiqur Rahim (@mushfiqur15) October 23, 2022
এছাড়া কোহলিকে নিয়ে অনেকেই টুইট করেছেন। ইরফান পাঠান লিখেছেন, ভিরাট কোহলি তুমিই রাজা। মার্ক ওয়াহ লিখেছেন, এমন টি-টোয়েন্টি ম্যাচ কখনো দেখেছেন বলে মনে করেন না তিনি। শচীন টেন্ডুলকারের মতে, এটি কোহলির সেরা ইনিংস।
ইউএইচ/
Leave a reply