ভূমধ্যসাগর থেকে প্রাণে বাঁচলেন কমপক্ষে ৩৮ অভিবাসনপ্রার্থী। রোববার (২৩ অক্টোবর) এ উদ্ধারকাজ পরিচালনা করে স্বেচ্ছাসেবী সংগঠনের জাহাজ ওশ্যান ভাইকিং। খবর এপির।
বিবৃতি অনুসারে, জাহাজটিতে বর্তমানে আশ্রিত ৭৩ অভিবাসনপ্রার্থী। শনিবার পৃথক অভিযানে ৩৫ জনকে উদ্ধার করেছে ঐ নৌযান। চলতি সপ্তাহে ভূমধ্যসাগরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে কমপক্ষে ৩০০ জনকে উদ্ধার করা হয়েছে। যাদের বেশিরভাগই নারী ও শিশু। তারা প্রায় সবাই আফ্রিকা ও মধ্যপ্রাচ্যের যুদ্ধবিধ্বস্ত দেশগুলোর নাগরিক। উন্নত জীবনের খোঁজে ইউরোপের উদ্দেশ্যে পাড়ি জমাচ্ছিলো তারা। কিন্তু পথে বৈরী আবহাওয়া বা নৌযানের ত্রুটির কারণে বিপদে পরেছে এসব মানুষ। এরইমধ্যে, তাদের জায়গা দিতে অস্বীকৃতি জানিয়েছে ইতালি।
দেশটির ক্ষমতায় আসা কট্টর ডানপন্থী প্রধানমন্ত্রী জানিয়েছেন, অভিবাসী বিরোধী হবে তার সরকার।
এটিএম/
Leave a reply