ভুল চিকিৎসায় দৃষ্টিশক্তি হারানোর অভিযোগ চিকিৎসকের

|

ভুল চিকিৎসায় দৃষ্টি হারানোর অভিযোগ করেছেন এক নারী চিকিৎসক। রাজধানীর বেসরকারি একটি হাসপাতালের রেটিনা বিশেষজ্ঞ ডা. দীপক কুমার নাগের বিচার চেয়ে ময়মনসিংহে মামলাও করেছেন ভুক্তভোগী ডা. মাহজাবিন। ডা. দীপক যমুনা নিউজকে জানিয়েছেন, যথাযথ নিয়ম মেনেই করা হয় লেজার অপারেশন। তবে ময়মনসিংহ মেডিকেলের চক্ষু বিভাগ বলছে, মাহজাবিনের চোখে লেজার অপারেশনের প্রয়োজনই ছিল না। ঘটনার তদন্ত ও বিচার চেয়ে মানববন্ধন, সংবাদ সম্মেলনসহ বিভিন্ন কর্মসূচি পালন করছেন ভুক্তভোগী ও তার স্বজনরা।

ভুক্তভোগী ও তার পরিবার বলছে, বিষয়টি নিয়ে তারা যোগাযোগ করেন জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে। সেখানে একটি বোর্ড গঠন করে হাসপাতাল কর্তৃপক্ষ। সে অনুযায়ী ৬ জুন পরীক্ষার কথা ছিলো। অভিযোগ, বোর্ড গঠনের বিষয়টি জানতে পেরে ক্ষুব্ধ হন ডা. দীপক। ৫ জুনই করেন অপারেশন।

ভুক্তভোগী ডা. মাহজাবিন হক যমুনা নিউজকে জানান, অপারেশনের পরদিন থেকে নিচের অংশে দেখতে পারছেন না তিনি। পরীক্ষার পর জানতে পারেন, ডান চোখের নিচের একটি অংশের দৃষ্টি শক্তি, স্থায়ীভাবে নষ্ট হয়ে গেছে।

ডা. মাহজাবিন আরও জানান, লিখিত আকারে ময়মনসিংহ মেডিকেলের চক্ষু বিভাগ জানিয়েছেন তিনি। তার চোখের সমস্যার জন্য লেজার অপারেশনের প্রয়োজন ছিলো না। এ ঘটনায় জেলা আদালতে ডা. দীপক কুমার নাগের বিরুদ্ধে মামলা হয়েছে।

ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ কামাল আকন্দ বলেন, মামলাটির প্রত্যেকটি বিষয়ে তদন্ত চলছে। আমরা তদন্ত সাপেক্ষে বিজ্ঞ আদালতে প্রতিবেদন দাখিল করবো।

ময়মনসিংহ জজ কোর্টের আইনজীবী পীযুষ কান্তি সরকার বলেন, ৩৩% লেজার বসানোর কারণে দৃষ্টি শক্তি নষ্ট হয়ে গেছে। এই লেজার স্থাপন করার জন্য যেসকল নিয়ম রয়েছে সেগুলো অনুসরণ করা হয়নি। অতএব যে চিকিৎসক চিকিৎসা করেছেন তিনি এর জন্য দায়ী।

এদিকে ডা. দীপক কুমারের দাবি, লেজার অপারেশনের কারণে দৃষ্টিশক্তি নষ্ট হওয়ার অভিযোগ সত্য নয়। বলেন, যে লেজারের সাহায্যে আমরা চিকিৎসা করি এর সাথে চোখের দৃষ্টি শক্তি হারানোর কোনো সম্পর্ক নেই। আমি মনে করি আমার এই চিকিৎসার জন্য চোখের দৃষ্টিশক্তির এক শতাংশ ক্ষতিগ্রস্ত হয়নি।

তিনি আরও বলেন, তিনি বিভিন্ন প্রতিষ্ঠানে তার দৃষ্টিশক্তির পরীক্ষা করাতে পারেন। উনি এখন কতোটুকু দেখেন এর পরীক্ষা করতে পারলেই হয়তো জানা যাবে তিনি আগে কতখানি দেখতেন।

এ ঘটনায় বিচার চেয়ে ভুক্তভোগীর পক্ষে সংবাদ সম্মেলন ও মানববন্ধন হয়েছে ময়মনসিংহে।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply