রোহিঙ্গাদের পাশে থাকায় বাংলাদেশের প্রশংসা জাতিসংঘ মহাসচিবের

|

রোহিঙ্গাদের পাশে থাকার জন্য বাংলাদেশের প্রশংসা করেছেন সফররত জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সাক্ষাতে এ প্রশংসা করেন তিনি।

সকালে প্রধানমন্ত্রীর তেজগাও কার্যালয়ে সাক্ষাৎ করেন জাতিসংঘ মহাসচিব গুতেরেস। এসময় রোহিঙ্গাদের দ্রুত মিয়ানমারে ফেরাতে জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়কে আরো জোরালো ভুমিকা নেয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেন, বাংলাদেশের পক্ষে এই বিপুল জনগোষ্ঠীকে দীর্ঘসময় রাখা কঠিন হয়ে দাঁড়াচ্ছে। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী, প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। এছাড়া বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট জিম ইয়ং কিম ও ঢাকায় জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply