কেনিয়ায় পুলিশের গুলিতে নিহত হয়েছেন পাকিস্তানের আলোচিত সাংবাদিক আরশাদ শরীফ। গতকাল সোমবার (২৪ অক্টোবর) এক বিবৃতিতে নাইরোবি প্রশাসন দাবি করে, এক অভিযানের সময় ভুলবশত তার গায়ে গুলি লাগে। খবর রয়টার্সের।
বিবৃতিতে জানানো হয়, রোববার স্থানীয় সময় রাতে গাড়ি চোরদের একটি চক্রের সদস্যদের তাড়া করেছিল পুলিশ। ওই সময় ব্যারিকেড উপেক্ষা করে চলে যাচ্ছিল সাংবাদিক আরশাদের গাড়ি। সন্দেহভাজন হিসেবে গুলি চালানো হলে সেটি তার মাথায় লাগে।
আরশাদ শরীফের মৃত্যুর ঘটনায় পাকিস্তানে তোলপাড় চলছে। কেনিয়ার প্রেসিডেন্টের সাথে কথা বলেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। ইসলামাবাদে তার বাড়িতে আত্মীয়দের সাথে দেখা করেন সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানসহ রাজনৈতিক নেতাকর্মীরা।
ইমরানের দাবি, হত্যাকাণ্ডের শিকার আরশাদ শরীফ। পাকিস্তানের এআরওয়াই নিউজের সিনিয়র সাংবাদিক আরশাদ শরীফ একাধিক নিউজ শো সঞ্চালনা করে আলোচনায় আসেন। পরিচিত ছিলেন ইমরান খানের সমর্থক এবং সেনাবাহিনীর সমালোচক হিসেবে। সম্প্রতি জীবনের ঝুঁকির কারণে দেশ ছাড়েন তিনি। তবে কবে বা কেন কেনিয়ায় গিয়েছেন জানা যায়নি।
/এমএন
Leave a reply