দল চূড়ান্তপর্বে উঠতে ব্যর্থ হওয়ায় ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের ওপর ক্ষেপেছেন দলটির সাবেক অধিনায়ক কাইরন পোলার্ড। ক্রিকেটারদের নয় বরং নীতিনির্ধারকদের দোষ দেখছেন তিনি। সেই সাথে তার সাথে করা আচরণের কথা মনে হলে এখন হাসি পায়- বলেও মন্তব্য করেছেন পোলার্ড।
ক্রিকেটের দুনিয়ায় ‘টি-টোয়েন্টির ফেরিওয়ালা’ বলা হয় ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটারদের। বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে খেলে বিশ্ব চষে বেড়াচ্ছেন তারা। অথচ তাদের দেশই কি না বিশ্বকাপ থেকে বিদায় নিলো প্রায় সবার আগে!
ক্রিকেট বিশ্বকাপেও সবচেয়ে সফল দল উইন্ডিজ। একমাত্র দল হিসেবে দুই শিরোপার মালিক। সেই দলটার বিদায়ে ক্রিকেটারদের দোষ দেখছেন না কাইরন পোলার্ড। উল্টো নির্বাচকদের এক হাত নিয়েছেন এই তারকা ক্রিকেটার।
উইন্ডিজের সাবেক অধিনায়ক কাইরন পোলার্ড বলেন, কিছুটা অবাক হয়েছি। সত্যি বলতে ভালো খেলতে পারেনি দল। কিন্তু আবারও এটা প্রকাশ করে দিলো যে আমাদের ক্রিকেট এই মুহূর্তে কোথায় দাঁড়িয়ে। আমি বিষয়টা অনুভব করতে পারছি। ছেলেদের জন্য খারাপ লাগছে কারণ সব সমালোচনা তাদেরই শুনতে হবে। কিন্তু সব দোষ তো তাদের নয়।
গত বিশ্বকাপে দলের ব্যর্থতায় বেশ কিছু পরিবর্তন আনে উইন্ডিজ বোর্ড। সিনিয়র ক্রিকেটারদের বাদ দিয়ে তরুণদের দিকে ঝোঁকে তারা। সে সময়ও মুখ খুলেছিলেন পোলার্ড।
এ প্রসঙ্গে সাবেক এ অধিনায়ক বলেন- আমাদের অধিনায়ক তরুণ, বেশ কিছু তরুণ খেলোয়াড় আছে যারা টি-টোয়েন্টি ক্রিকেটে অল্প কিছু ম্যাচ খেলে এখন বিশ্বকাপে খেলছে। যখন আমি পেছনে ফিরে তাকাই, তখন আমার হাসি পায়। কারণ গত বছর এই সময়ে বলা কিছু কথা মনে পড়ে যায়, যখন কেউ কেউ জায়গা পায়নি দলে। তাদেরকে আমার মনে করিয়ে দিতে হচ্ছিলো যে বিশ্বকাপ আছে সামনে এবং একটি দ্বিপাক্ষিক সিরিজও আছে।
ক্রিকেট বোর্ড এবং সমর্থকদের বোঝাতে গিয়েও ব্যর্থ হয়েছেন পোলার্ডরা। সে সময় অপমান করা হয়েছিলো বলেও জানান পোলার্ড।
/এসএইচ
Leave a reply