ত্রিদেশীয় বৈঠকে দক্ষিণ কোরিয়া, জাপান ও মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা।
আরেক দফা পরমাণু অস্ত্রের পরীক্ষা চালালে কঠোর জবাব দেয়া হবে উত্তর কোরিয়াকে- ত্রিদেশীয় বৈঠকে এমন হুঁশিয়ারি দিয়েছে যুক্তরাষ্ট্র, জাপান ও দক্ষিণ কোরিয়া। খবর আলজাজিরার।
বুধবার (২৬ অক্টোবর) টোকিওতে বিশেষ এক বৈঠকে যোগ দেন এ তিন দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপমন্ত্রীরা। বৈঠকে উত্তর কোরিয়ার সাথে কোনো শর্ত ছাড়াই আলোচনায় বসতে প্রস্তুত- এমন দাবি করেন ওয়াশিংটনের প্রতিনিধি। এ পর্যন্ত ছয় দফা পরমাণু পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। তারা সবশেষ পরমাণু অস্ত্র ছুড়েছিলো ২০১৭ সালে।
বেশ কিছুদিন ধরেই ‘আবারও হতে পারে বিধ্বংসী অস্ত্রের পরীক্ষা’- এমন শঙ্কার কথা জানাচ্ছে ওয়াশিংটন ও তাদের প্রাচ্যের মিত্ররা। চলতি বছর উত্তর কোরিয়ার সামরিক তৎপরতা বৃদ্ধি চোখে পড়ার মতো।
/এসএইচ
Leave a reply