ছবি: সংগৃহীত
ছয় দশমিক ৪ মাত্রার জোরালো এক ভূমিকম্পে কেঁপে উঠলো প্রশান্ত মহাসাগরীয় দেশ ফিলিপাইন। এ ঘটনায় এখন পর্যন্ত ২৬ জন আহত হওয়ার খবর নিশ্চিত করেছে দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়। পরিস্থিতি এমন যে, সাধারণ মানুষকে সুউচ্চ ভবন-স্থাপনা এড়িয়ে চলার পরামর্শ দিয়েছেন খোদ দেশটির প্রেসিডেন্ট। খবর ম্যানিলা টাইমসের।
জানা গেছে, মঙ্গলবার (২৬ অক্টোবর) স্থানীয় সময় রাত ১১টা নাগাদ ডোলোরেস শহরে অনুভূত হয় শক্তিশালী কম্পন। যার প্রভাবে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয় নিকটবর্তী ইলোকোস নর্তে এলাকা। সেখানকার ঘরবাড়ি-চার্চ পরিণত হয়েছে ধ্বংসস্তুপে। লাখো বাসিন্দা বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন। দুর্গত এলাকাগুলোয় কয়েকদফা আফটারশক অনুভূত হওয়ায় বুধবার পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে শহরটির আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম।
প্রাকৃতিক দুর্যোগে গুরুতর আহতদের ভর্তি করা হয়েছে হাসপাতালে। কয়েকজনের অবস্থা সংকটাপন্ন। গেলো জুলাইয়ে, দেশটির পার্বত্য এলাকায় ৭ মাত্রার জোরালো ভূমিকম্পে প্রাণ হারান কমপক্ষে ১১ জন।
/এসএইচ
Leave a reply