ময়মনসিংহে মাদকবিরোধী অভিযানে নিহত ১

|

ময়মনসিংহে গোয়েন্দা পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ বাচ্চু নামে এক ব্যক্তি নিহত হয়েছে। পুলিশের দাবি, বাচ্চু একজন শীর্ষস্থানীয় মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে ১৫টি মামলা রয়েছে। সোমবার রাত সাড়ে ৩টার দিকে শহরতলীর শম্ভুগঞ্জের চৈতলামারী নামকস্থানে এ ঘটনা ঘটে। এতে পুলিশের দুই সদস্যও আহত হন বলে জানিয়েছে পুলিশ।

ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) এসএ নেওয়াজী জানান, চৈতলামারীতে কয়েকজন মাদক ভাগাভাগি করছে এমন খবর পেয়ে সেখানে অভিযান চালায় পুলিশ। এসময় মাদক বিক্রেতারা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ ও এলোপাতাড়ি গুলি চালায়। পুলিশও পাল্টা গুলি ছোড়ে। এতে বাচ্চু গুলিবিদ্ধ হয়। পরে তাকে চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেলে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনাস্থল থেকে ২০০ পিস ইয়াবা ও চার রাউন্ড গুলির খোসা উদ্ধার হয়েছে বলে জানিয়েছে পুলিশ। আহত দুই পুলিশ সদস্যে কনস্টেবল সেলিম ও রাশেদকে চিকিৎসার জন্য পুলিশ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply