ভূমিকম্পের পূর্ব প্রস্তুতি না থাকলে দেশ বড় বিপর্যয়ে পড়বে বলে মন্তব্য করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান ।
রোববার (৩০ অক্টোবর) সকালে এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ভূমিকম্প দুর্যোগ মোকাবেলা সংক্রান্ত এক অনুশীলনে তিনি এ মন্তব্য করেন। বলেন, দুর্যোগ মোকাবেলায় বাংলাদেশের সক্ষমতা বাড়ছে।
দুর্যোগ মোকাবেলায় জাতীয় প্রস্তুতি বৃদ্ধি করা ও আন্তর্জাতিক অংশীদারিত্ব বৃদ্ধি করা এই অনুশীলনের উদ্দেশ্য বলে জানান দুর্যোগ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রী। ঢাকায় অনুষ্ঠিত হওয়া চার দিনের এই অনুষ্ঠান আগামী ২ নভেম্বর পর্যন্ত চলবে।
/এমএন
Leave a reply