‘আমার আর চাকরির দরকার নেই’

|

তথ্যপ্রযুক্তি আইনের মামলায় গ্রেফতার হওয়া কোটা সংস্কার আন্দোলনের নেতা মোহাম্মদ রাশেদ খান এখন ৫ দিনের রিমান্ডে। সোমবার, পুলিশ তার ১০ দিনের রিমান্ড চাইলে আদালত ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এ সময় আদালত প্রাঙ্গনে থাকা রাশেদ খানের মা সালেহা বেগম কান্নাজড়িত কণ্ঠে বলেন, আমি অন্যের বাড়িতে কাজ করে ছেলেকে লেখাপড়া শিখিয়েছি। আমার সেই ছেলে এখন জেলে। শনিবার ছাত্রলীগের ১৫-২০ জন নেতা বাড়িতে গিয়ে হুমকি দিয়ে এসেছে। ও ছাড়া পেলে বাড়ি নিয়ে যাব। আমার আর চাকরির দরকার নেই।

তার পাশে দাঁড়িয়ে ছিলেন রাশেদের বাবা নবাই বিশ্বাস, বোন সোনিয়া ও রূপালি এবং স্ত্রী রাবেয়া আলো।

উল্লেখ্য, বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ম আহ্বায়ক মুহাম্মদ রাশেদ খানকে রোববার রাজধানীর মিরপুর থেকে আটক করে ডিবি পুলিশ। তাকে শাহবাগ থানায় ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক আল-নাহিয়ান খান জয়ের দায়ের করা আইসিটি আইনের মামলায় গ্রেফতার দেখানো হয়।

যমুনা অনলাইন: এটি


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply