বিশ্বকাপের সর্বোচ্চ উইকেট শিকারি এখন তাসকিন

|

ছবি: সংগৃহীত

ট্রেন্ট বোল্ট, লুঙ্গি এনগিদি, টিম সাউদিদের পেছনে ফেলে বিশ্বকাপের সুপার টুয়েলভের সর্বোচ্চ ৮ উইকেটের মালিক এখন তাসকিন আহমেদ। সুপার টুয়েলভে তিন ম্যাচের দু’টিতেই বাংলাদেশের এই ইনফর্ম পেসার হয়েছেন ম্যাচ সেরা।

এর আগে, ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপেও দারুণ শুরুর পর ভাঙা হৃদয় নিয়ে ফিরতে হয়েছিল তাসকিনকে। প্রথম পর্বের পর মূলপর্বেও নিজের নামের প্রতি সুবিচার করা তাসকিন শেষ পর্যন্ত খেলতে পারেননি ভারতের সেই আসরে। বোলিং অ্যাকশনে নিষিদ্ধ হতে হয়েছিল তাসকিনকে। ৬ বছর আগে বেঙ্গালুরুর সেই কান্না ২০২২ বিশ্বকাপে ফিরেছে হাসি হয়ে। এখন পর্যন্ত ৮ উইকেট নিয়ে বিশ্বকাপের মূলপর্বের লিডিং উইকেট টেকার ডানহাতি এই পেসার। বিশ্বকাপে ৩ ম্যাচে টাইগারদের দুই জয়ে সামনে থেকেই বোলিং অ্যাটাককে নেতৃত্ব দিয়ে ম্যাচ সেরা হয়েছেন তাসকিন।

বিশ্ব মঞ্চে তাসকিন পেছনে ফেলেছেন বাঘা বাঘা সব বোলারদের। ৭ উইকেট নেয়া স্যাম কারেনকে পেছনে ফেলেছেন তিনি জিম্বাবুয়ে ম্যাচ দিয়ে। ভারতের আর্শদিপ সিংয়ের উইকেটসংখ্যাও ৭। এছাড়াও তাসকিনের পেছনে আছেন ট্রেন্ট বোল্ট, আনরিখ নরকিয়া, মিচেল স্টার্ক, জশ হ্যাজলউড, প্যাট কামিন্স, টিম সাউদির মতো বোলাররা।

টাইগারদের সামনে সুপার টুয়েলভে এখনও বাকি দুই ম্যাচ। সেখানে হয়তো দেখা মিলবে তাসকিন প্রদর্শনী আরও দেখা যাবে। সেমিফাইনালে উঠলে টি-টোয়েন্টি বিশ্বকাপের সর্বোচ্চ উইকেট শিকারির নামটাও হতে পারে বাংলাদেশের তাসকিনের।

আরও পড়ুন: গ্রুপ টুর সমীকরণ: কী হলে কী হবে সাকিব-রোহিত-মিলার-বাবরদের

/এম ই


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply