সরকার বিরোধী বিক্ষোভের জেরে ইরানে ১ হাজার মানুষের বিরুদ্ধে মামলা

|

তেহরানে সরকার বিরোধী বিক্ষোভের জেরে কমপক্ষে এক হাজার মানুষের বিরুদ্ধে করা হলো মামলা। সোমবার (৩১ অক্টোবর) এ তথ্য নিশ্চিত করেন ইরানের রাজধানীর মুখ্য কৌসুলি। খবর এপির।

জানিয়েছেন, তাদের বিরুদ্ধে নাশকতা, নিরাপত্তারক্ষীদের হত্যা, অগ্নিসংযোগের অভিযোগ আনা হয়েছে। চলতি সপ্তাহেই গণবিচারের মুখোমুখি করা হবে তাদের। গেলো সপ্তাহে নিরাপত্তা বাহিনীর গুলিতে দুই কিশোরের মৃত্যুর ঘটনায় রাজধানী তেহরানে ছড়ায় উত্তাপ।

সেসময় সরকার বিরোধী স্লোগান দেন আন্দোলনকারীরা, বাঁধে সহিংসতাও। ইরানের মানবাধিকার সংস্থা এইচআরএনএ জানিয়েছে, পোশাকের স্বাধীনতার দাবিতে চলমান আন্দোলনে প্রাণ হারিয়েছেন ২৮৪ জন। যাদের মধ্যে, ৪৫ জনই শিশু। রয়েছেন নিরাপত্তা বাহিনীর ৩৫ জন সদস্য। এছাড়া সরকার প্রকৃত সংখ্যা না জানালেও ১৪ হাজারের বেশি মানুষ বন্দি।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply