নাপোলির এই মৌসুমে অপরাজিত যাত্রার অবসান অ্যানফিল্ডে ঘটালো লিভারপুল। ৪ গোলের ব্যবধানে জয় পেলে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ থাকলেও অবশেষে ২ গোলের জয় নিয়ে গ্রুপ রানারআপ হয়েই পরের রাউন্ডে গেছে ইয়ুর্গেন ক্লপের দল। অন্যদিকে, হেরেও গ্রুপ সেরা নাপোলি।
চ্যাম্পিয়নস লিগের এ গ্রুপ থেকে এই দু’দলেরই শেষ ১৬’র টিকিট নিশ্চিত করেছিল আগেই। অ্যানফিল্ডে অবশ্য শুরু থেকেই লিভারপুল-নাপোলির দ্বৈরথে অলরেডদের গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা খুব একটা বড় হয়েও দেখা দেয়নি। বরং, অপরাজেয় চেহারার নাপোলির বিরুদ্ধে প্রথমার্ধটা বিবর্ণ লেগেছে সালাহ-ফিরমিনোদের।
তবে ম্যাচের সম্ভাব্য ফলাফল যখন ড্র’কেই মনে করা হচ্ছিল, তখনই নাপোলিকে ধাক্কা দেন মোহামেদ সালাহ। ৮৫ মিনিটে এই ইজিপসিয়ান উইঙ্গারের গোলে লিড পায় অলরেডরা। আর ইনজুরি টাইমে গোল করে ২-০ ব্যবধানের জয় নিশ্চিত করেন ডারউইন নুনেজ।
আরও পড়ুন: সান্ত্বনার জয় নিয়ে বার্সার বিদায়
/এম ই
Leave a reply