অ্যান্টিগায় প্রথম টেস্টে আজ মাঠে নামছে টাইগাররা

|

অ্যান্টিগায় দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে আজ স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে বাংলাদেশ। এই সিরিজ টাইগারদের নতুন কোচ স্টিভ রোডসের প্রথম অ্যাসাইনমেন্ট। বাংলাদেশ সময় রাত ৮ টায় ম্যাচটি শুরু হবে।

প্রস্তুতি ম্যাচে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ খেলা বাংলাদেশি দুই ক্রিকেটার তামিম ইকবাল ও মাহমুদুল্লাহ রিয়াদ রান পাওয়ায় অনেকটা স্বস্তিতে টিম ম্যানেজমেন্ট। ক্যারিবিয়ানদের বিপক্ষে ৮ ব্যাটসম্যান নিয়ে মাঠে নামতে পারে বাংলাদেশ দল। পেস বান্ধব উইকেটে আবু জায়েদ রাহিসহ খেলবে তিন পেসার। প্রথম টেস্টের আগে অনুপ্রেরণা যোগাচ্ছে ২০০৯ সালে ক্যারিবয়ানদের ঘরের মাঠে টাইগারদের ২ টি টেস্ট জয়।

বাংলাদেশ টেস্ট অধিনায়ক সাকিব আল হাসান বলেন, আমরা গত ২-৩ মাসে কোনো টেস্ট খেলিনি। তবে দেশে ভালো প্রস্তুতি নিয়েছি। এখানে গত এক সপ্তাহের প্রস্তুতিতে নিজেদের মানিয়ে নিয়েছি। উইকেটে ঘাস আছে। তবে আমরা নিজেদের সেরা খেলাটা খেলতে প্রস্তুত।

বাংলাদেশের কোচ স্টিভ রোডস বলেন, এখানকার উইকেট খুব বাউন্সি। বাংলাদেশের খেলোয়াড়রা এতে অভ্যস্ত নয়। তবে শ্রীলঙ্কা সিরিজের অভিজ্ঞতা আমরা কাজে লাগাবো। দলে কিছু অভিজ্ঞ খেলোয়ার আছে। তারা জানে এ ধরনের উইকেটে কীভাবে খেলতে হয়।

যমুনা অনলাইন: এটি


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply