হোমসে আইএস নেতা বাগদাদির ছেলে নিহত

|

সিরিয়ার হোমস শহরে ইসলামিক স্টেটের (আইএস) শীর্ষ নেতা আবু বকর আল বাগদাদির এক ছেলে নিহত হয়েছেন। মঙ্গলবার আইএসের একটি নতুন চ্যানেলের প্রতিবেদনে এ কথা জানানো হয়েছে।

চ্যানেলটিতে সম্প্রচারিত এক বিবৃতিতে বলা হয়েছে, শহরটির তাপ বিদ্যুৎকেন্দ্রে নুসেরিয়া ও রাশিয়ানদের বিরুদ্ধে এক হামলায় খলিফার ছেলে হুদায়ফাহ আল বাদরি নিহত হয়েছেন।

নুসেরিয়া বলতে এখানে আলাউয়ি সম্প্রদায়কে বোঝানো হয়েছে। সিরীয় প্রেসিডেন্ট বাশার আল আসাদ এ সম্প্রদায়েরই লোক।

বিবৃতিতে স্বয়ংক্রিয় অস্ত্র বহনকারী এক কিশোরের ছবি দেখানো হয়েছে। তবে বিস্তারিত আর কিছু জানানো হয়নি। বাগদাদি কোথায় অবস্থান করছেন, তা অজানা থাকলেও তিনি জীবিত আছেন বলেই এ বিবৃতির ভাষ্য থেকে ধারণা দেয়া হয়েছে।

আইএস যোদ্ধারা ২০১৪ সালে উত্তর ইরাকের অধিকাংশ এলাকা দখল করে নেয়ার পর মসুরের এক মসজিদ থেকে তিনি খিলাফতের ঘোষণা দিয়েছিলেন।

এর পর বিভিন্ন সময় আইএসবিরোধী অভিযানে বাগদাদি নিহত হয়েছেন বলে বারবার দাবি করা হয়েছিল। কিন্তু তার প্রকৃত অবস্থান এখনও অজ্ঞাতই রয়ে গেছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply