সিরিয়ার ইদলিবে সরকারি বাহিনীর হামলায় নিহত ৬

|

সিরিয়ার বিদ্রোহী অধ্যুষিত ইদলিব শহরে সরকারি বাহিনীর জোরালো অভিযানে কমপক্ষে ৬ জনের মৃত্যু হয়েছে। এ হামলায় গুরুতর আহত হয়েছেন আরও ২৫ জন। খবর আল জাজিরার।

রোববার (৬ নভেম্বর) এ হামলার ঘটনা ঘটে। মানবাধিকার বিষয়ক সংগঠন সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটসের পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। তাদের দাবি, মারাম আশ্রয়কেন্দ্রই ছিল এ হামলার মূল টার্গেট।

বলা হয়েছে, সেখানে চার দফা বিমান অভিযান চালায় সিরীয় সরকারের অন্যতম মিত্র রাশিয়া। ছোঁড়া হয় কমপক্ষে ৩০টি রকেট। পাল্টা জবাবে সারাকেব এবং আল-ঘাব এলাকার সরকারি দফতরগুলোতে গোলাবর্ষণ করে বিদ্রোহীরাও।

তুরস্কের মধ্যস্থতায় ২০২০ সালের মার্চে সিরিয়ার সবশেষ বিদ্রোহী অধ্যুষিত এলাকায় যুদ্ধবিরতি কার্যকর হয়। কিন্তু গত দু’বছরে বহুবার সেটি লঙ্ঘন করা হয়েছে। গত জুলাই মাসেও রুশ হামলায় একই পরিবারের সাত সদস্যের প্রাণ গেছে ইদলিবে।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply