কোটা সংস্কার ইস্যুতে ধৈর্য ধরার আহ্বান ছাত্রলীগের

|

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে দেখা করার পরদিন ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সরব উপস্থিতি দেখা গেছে ছাত্রলীগ নেতাকর্মীদের।

বৃহস্পতিবার সকাল থেকেই বিভিন্ন হল থেকে মিছিল নিয়ে মধুর ক্যান্টিনে জড়ো হন তারা। এসময় গণমাধ্যমের সাথে কথা বলেন ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাকির হোসাইন। বলেন, কাউকেই ক্যাম্পাস অস্থিতিশীল করতে দেয়া হবে না। কোটা সংস্কার ইস্যুতে প্রধানমন্ত্রীর নির্দেশে মন্ত্রিপরিষদ বিভাগের সচিব কমিটি কাজ করছে। তাই সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানান তিনি। জাকির বলেন, দ্রুতই ছাত্রলীগের কমিটি ঘোষণা করার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী।

কোটা আন্দোলনকারীদের কর্মসূচি পালনে মাঠে দেখা যায়নি। সকাল থেকেই স্বাভাবিকভাবে চলছে ক্লাস-পরীক্ষা।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply