গৃহশিক্ষকের ভুল ব্যাখায় জঙ্গিবাদের ফাঁদে মা-ছেলে

|

র‍্যাবের মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে কথা বলছেন আম্বিয়া সুলতানা এমিলি।

ইসলামের ভুল ব্যাখ্যা দিয়ে নারায়ণগঞ্জের এক মা এবং তার ছেলেকে জঙ্গিবাদে জড়িয়েছিল জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়া নামের একটি উগ্রবাদী সংগঠন। আর এ কাজে মূল ভূমিকা পালন করেছে এক গৃহশিক্ষক। উগ্রবাদী শিক্ষার বিষয়ে মা আম্বিয়া সুলতানা এমিলি নিজের ভুল বুঝতে পারলেও এরইমধ্যে প্রশিক্ষণ নিতে ছেলে চলে গেছে পার্বত্য চট্টগ্রামের গহীন অরণ্যে। একমাত্র সন্তানকে ফেরত পেতে সেই মা এখন র‍্যাবের কাছে।

বুধবার (৯ নভেম্বর) সকালে কাওরানবাজারে র‍্যাবের মিডিয়া সেন্টারে আয়োজনে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছে সংস্থাটি। এর আগে, মঙ্গলবার (৮ নভেম্বর) নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকা নতুন এ জঙ্গী সংগঠনের অর্থ সরবরাহকারী ২ সদস্যসহ ৩ জনকে গ্রেফতার করে র‍্যাব।

সংবাদ সম্মেলনে এমিলি বলেন, এটা একজন মা হিসেবে আমার চরম ব্যর্থতা যে আমি কিছু বুঝতে পারিনি। সে (গৃহ শিক্ষক) আমাদেরকে মোটিভেট করেছে।

র‍্যাব জানিয়েছে, দেশব্যাপী নিখোঁজদের তালিকায় আম্বিয়া সুলতানা এমিলির সন্তানও রয়েছে। কিন্তু, এমিলি ও তার ছেলেকে ইসলামের ভুল ব্যাখ্যা দিয়ে জঙ্গীবাদে উদ্বুদ্ধ করেছে গৃহশিক্ষক আল-আমিন। পরে তারা ২০২১ সালে যোগ দেন জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়া নামের একটি উগ্রবাদী সংগঠনে।

জানা গেছে, গত মার্চ মাসে ছেলে আবু বক্করকে গৃহশিক্ষক আল আমিনের সাথে তথাকথিত হিজরতে পাঠান আবু বক্করের মা এমিলি। কিন্তু তার সন্তান এরপর থেকে আর যোগাযোগ না করায় জঙ্গীবাদ নিয়ে ভুল ভাঙে তার। পরে এমিলিকে চারদিন ধরে ডি-রেডিকালারইজড করে পরিবারের কাছে হস্তান্তর করে র‍্যাব।

ব্রিফিংয়ে র‍্যাব জানায়, সারাদেশ থেকে নিরুদ্দেশ হওয়াদের তালিকায় আবু বক্করের নাম রয়েছে। সে প্রশিক্ষণের জন্য বান্দরবানের গহীন পাহাড়ে যায়।

ব্রিফিংয়ে র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন, গত ৫ তারিখ আম্বিয়া সুলতানার বাসায় আমাদের র‍্যাব সদস্যরা যান এবং তারপর থেকে এ পর্যন্ত আম্বিয়াকে তার পরিবারের সান্নিধ্যে রেখে আমরা ডি-রেডিকালাইজড করেছি। মূলত এই আম্বিয়া সুলতানার ছেলেকে গ্রেফতারকৃত রনি (যার জিম্মায় ছেলেটিকে দিয়েছিলেন আল-আমিন) নিয়ে যায় এবং পরে সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে রনি তাকে বান্দরবানের দুর্গম এলাকায় পৌছে দিয়ে আসে।

এদিকে, উগ্রবাদী সংগঠন জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়ায় অর্থ সরবরাহকারীসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে। এই ৩ জনসহ এখন পর্যন্ত নতুন এ জঙ্গি সংগঠনের ২৯ জন সদস্যকে গ্রেফতার করেছে র‍্যাব। তবে সংগঠনটির মূল সমন্বয়কারী শামিন মাহফুজ ও আমীর আনিসুর রহমান তমাল এখনও ধরাছোঁয়ার বাইরে বলে জানিয়েছে র‍্যাব।

/এসএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply