কাতার বিশ্বকাপ শুরু হতে আর মাত্র ১১ দিন বাকি। এরই মাঝে নিজেদের সম্পূর্ণ ফিট রাখতে ব্যস্ত সময় পার করছেন ফুটবল তারকারা। তবে সেনেগাল ফুটবল দলের জন্য দুঃসংবাদের কারণ হয়ে দাঁড়িয়েছে দলের প্রাণভোমরা সাদিও মানের পায়ে গুরুত্বর চোট।
বুন্দেসলিগায় নিজেদের মাঠ আলিয়েঞ্জ অ্যারেনায় ভেরডার ব্রেমেনকে ৬-১ গোলে উড়িয়ে দিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে রয়েছে সাদিও মানের বায়ার্ন মিউনিখ। তবে ম্যাচের ২০ মিনিটে গোড়ালিতে চোট পান তিনি। শেষ পর্যন্ত মাঠ ছাড়েন মানে। বায়ার্ন কোচ জুলিয়ান নাগেলসম্যান বলেন, চোট খুব একটা গুরুত্বর নয়। তবে, এক্স-রে রিপোর্ট হাতে না পাওয়া অবধি কিছুই বলা যাচ্ছে না। আশা করি, মানে দ্রুত সুস্থ হয়ে বিশ্বকাপ দলে যোগ দেবেন।
সাদিও মানের চোটে সবচেয়ে বেশি চিন্তিত সেনেগাল সমর্থকেরা। কেননা, মানের হাত ধরেই বিশ্বকাপ খেলার যোগ্যতা অর্জন করে আফ্রিকার এই দলটি। তাই বৃহস্পতিবার (১০ নভেম্বর) পর্যন্ত মেডিকেল রিপোর্ট হাতে না পাওয়া অবধি কপালে চিন্তার ভাঁজ থাকবে সেনেগাল ফুটবল দলের।
প্রথমবারের মতো সেনেগালের হয়ে বিশ্বকাপ খেলার সুযোগ পান সাদিও মানে। যদিও মানের একক নৈপুণ্যে কাতার বিশ্বকাপের টিকিট পায় আফ্রিকার এই দলটি। ২১ নভেম্বর (সোমবার) নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু করবে সেনেগাল।
আরও পড়ুন: চোটের কারণে বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন মেসির সতীর্থ লো সেলসো
/এম ই
Leave a reply