শান্তিতে নোবেল: তালিকায় ৩১৮

|

২০১৭ সালের নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছে ৩১৮ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে। আজ মঙ্গলবার, এ তথ্য নিশ্চিত করে নোবেল ফাউন্ডেশন। যাচাই বাছাই শেষে আগামী ৬ অক্টোবর ঘোষণা করা হবে শান্তিতে নোবেল জয়ীর নাম।

শান্তি পুরস্কারের জন্য মনোনীতদের মধ্যে ২১৫ জন ব্যক্তি ও ১০৩টি সংস্থা রয়েছে। গত বছর সর্বোচ্চ ৩৭৬ ব্যক্তি-সংস্থার নাম প্রস্তাব করা হয়েছিলো। অবশ্য, বরাবরের মতোই গোপন রাখা হয়েছে প্রস্তাবিত নামগুলো।

২০১৭ সালের ৩১ জানুয়ারি পর্যন্ত যাদের নাম প্রস্তাবিত হয়েছে কেবল তাদেরকেই রাখা হয়েছে এ তালিকায়। এখন পর্যন্ত ৯৬ বার ১২৫ জনকে নোবেল শান্তি পুরস্কার দেয়া হয়। ২০১৬ সালে সরকারের সাথে ফার্ক গেরিলাদের শান্তি চুক্তির উদ্যেগের জন্য এ সম্মাননা পান কলম্বিয়ার প্রেসিডেন্ট হুয়ান ম্যানুয়েল সান্তোস।

যমুনা অনলাইন: টিএফ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply