মেলবোর্নে আজ রোববার (১৩ নভেম্বর) অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্র্যান্ড ফাইনাল। মুখোমুখি হবে ক্রিকেটের দুই পরাশক্তি ইংল্যান্ড-পাকিস্তান। লড়াইটা শুধু ইংল্যান্ড-পাকিস্তানের নয়, লড়াইটা ইউরোপ-এশিয়ার। যদিও আছে বৃষ্টির সম্ভাবনা, তবে সবকিছু ঠিক থাকলে বাংলাদেশ সময় দুপুর ২টায় খেলা শুরু হবে।
দুই দল সেমিফাইনাল নিশ্চিত করেছে নিজেদের গ্রুপে শেষ দিনের শেষ ম্যাচে এসে। দুই দলই গ্রুপ রানার্সআপ হয়ে সেমিফাইনালে আসে। আফগানিস্তানকে হারিয়ে ইংল্যান্ডের বিশ্বকাপ যাত্রা শুরু হলেও দ্বিতীয় ম্যাচে এসেই ধাক্কা খায় জশ বাটলারের দল। বৃষ্টি আইনে হেরে যায় আয়ারল্যান্ডের কাছে। তবে পরের ৩ ম্যাচে জিতে সেমিফাইনাল নিশ্চিত করে ইংল্যান্ড। আর সেমিফাইনালে ভারতকে ১০ উইকেটে হারিয়ে ফাইনালে পা রাখে থ্রি লায়ন্সরা।
বিপরীতে পাকিস্তানের শুরুটা হয় হার দিয়ে। ভারতের কাছে শেষ বলে হার মানতে হয় বাবর আজমের দলকে। সেই ধাক্কা থেকে বের হবার আগেই জিম্বাবুয়ের সাথে ১ রানের হার! ফলে শঙ্কা তৈরি হয় পাকিস্তানের সেমিফাইনালে যাওয়া নিয়ে, তবে অকল্পনীয়ভাবে নেদারল্যান্ডসের কাছে দক্ষিণ আফ্রিকা হেরে গেলে সুযোগ কাজে লাগিয়ে সেমিফাইনালে চলে আসে পাকিস্তান। সেমিফাইনালে নিউজিল্যান্ডের সাথে সহজ জয় নিয়েই ফাইনালে পা রেখেছে বাবর আজমের দল।
২৯তম বার দুই দল মুখোমুখি হতে চলেছে এই দুই দল। এর আগে ২৮ বার পাকিস্তান-ইংল্যান্ডের সাক্ষাৎ হয়েছে। যেখানে জয়ের পাল্লা বেশ ভারি ইংল্যান্ডের, পাকিস্তান থেকে দুইগুণ জয় থ্রি লায়ন্সদের। ২৮ দেখায় ১৮ জয় ইংল্যান্ডের, পাকিস্তান জয়ের স্বাদ পেয়েছে মাত্র ৯ বার। বাকি ১ ম্যাচ পরিত্যক্ত হয়েছে।
এদিকে অস্ট্রেলিয়ার আবহাওয়া দফতর জানিয়েছে, ১৩ নভেম্বর বিশ্বকাপের ফাইনালের দিন মেলবোর্নের বৃষ্টি সম্ভাবনা শতভাগের কাছাকাছি। ৮ থেকে ২০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে ওই দিন। শুধু তাই নয়, বৃষ্টি হবার সম্ভাবনা আছে রিজার্ভ ডে-তেও।
/এনএএস
Leave a reply