টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনাল ঘিরে রয়েছে স্বস্তির খবর। মেলবোর্নে আবহাওয়ার উন্নতিতে বৃষ্টিপাতের সম্ভাবনা কমেছে। নির্ধারিত সময়ের সাথে যোগ করা হয়েছে বাড়তি দেড় ঘণ্টা।
মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে পাকিস্তান-ইংল্যান্ডের বিশ্বকাপ ফাইনালকে ঘিরে বৃষ্টির শঙ্কা দুশ্চিন্তা বাড়িয়েছিল। তবে ম্যাচের দিন স্বস্তির খবর দিয়েছে দশটির আবহাওয়া দফতর। মেলবোর্নে স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় মাঠে গড়ানোর কথা রয়েছে খেলা। আবহাওয়ার পূর্বাভাস বলছে, বৃষ্টিপাতের সম্ভাবনা কমে ১৬ শতাংশে নেমে আসবে সন্ধ্যায়। এছাড়াও ফাইনালকে ঘিরে বাড়তি প্রস্তুতি নিয়ে রেখেছে আইসিসি। নির্ধারিত সময়ের সাথে যোগ করা হয়েছে আরো দেড় ঘণ্টা অতিরিক্ত সময়। কোনো কারণে এদিন খেলা পণ্ড হলে রিজার্ভ ডেও রয়েছে।
এর আগে, অস্ট্রেলিয়ার আবহাওয়া দফতর জানিয়েছিল, ১৩ নভেম্বর বিশ্বকাপের ফাইনালের দিন মেলবোর্নের বৃষ্টি সম্ভাবনা শতভাগের কাছাকাছি। ৮ থেকে ২০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে ওই দিন। শুধু তাই নয়, বৃষ্টি হবার সম্ভাবনা আছে রিজার্ভ ডে’তেও।
আরও পড়ুন: ফাইনালে পাকিস্তানের সম্ভাব্য একাদশ
/এম ই
Leave a reply