ফরিদপুর-দোহার রুটে চলছে মাওয়ার সেসব লঞ্চ

|

পদ্মাসেতু চালু হওয়ার পর যোগাযোগ ব্যবস্থায় নাটকীয় পরিবর্তন এসেছে। তবে সেতুতে যানচলাচল শুরু হওয়ার পর দীর্ঘদিন প্রায় অব্যবহৃত অবস্থায় পড়ে ছিল মাওয়া ঘাটের লঞ্চগুলো। এখন ফরিদপুর-দোহার রুটে নতুন করে সংযুক্ত হয়েছে এসব লঞ্চ। ফলে কর্মসংস্থান ফিরে পাওয়ায় খুশি লঞ্চ মালিক ও শ্রমিকরা।

ফরিদপুর-দোহার রুটে এসব লঞ্চ চালু হওয়া খুশি স্থানীয়রাও। তারা বলছেন, দীর্ঘদিন ধরে ঘাট পারাপারের মাধ্যম ছিল স্পিটবোড আর ট্রলার। এগুলো একদিকে যেমন ঝুঁকিপূর্ণ ছিল অন্যদিকে খরচও হতো বেশি। লঞ্চ চালুর মাধ্যমে ভোগান্তি কমেছে বলে জানান তারা। এই পথ ধরে রাজধানীতে আসা-যাওয়া করছেন ফরিদপুর সদরের আংশিক, চরভদ্রাসন ও সদরপুরের মানুষ।

ঘাটটিতে যাত্রী সুবিধা নিশ্চিতে সবধরনের পদক্ষেপ নেয়ার আশ্বাস দিয়েছেন বিআইডব্লিউটিএ এর যুগ্ম পরিচালক (ট্রাফিক) এনামূল হক ভূইয়া। তিনি বলেন, যাত্রীদের সুবিধা নিশ্চিতে আমাদের পক্ষ থেকে যতটুকু করা সম্ভব আমরা করবো।

এখন প্রতিদিন ১১টি লঞ্চ চলাচল করছে ঘাটটিতে। পারাপার হওয়া যাবে সকাল ৮টা থেকে বিকাল ৫টা পর্যন্ত। এতে সময় ও অর্থ উভয়ই সাশ্রয় হচ্ছে স্থানীয়দের।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply