জাকির নায়েককে প্রত্যর্পণে ভারতের আবেদন নাকচ করলেন মাহাথির

|

ইসলামী বক্তা জাকির নায়েককে ভারতে ফেরত পাঠানো হবে না বলে সাফ জানিয়ে দিয়েছে মালয়শিয়া। আজ শুক্রবার এই কথা জানিয়েছে সে দেশের প্রধানমন্ত্রী মহাথির মহম্মদ।

জাকির নায়েকের বিরুদ্ধে ‘সন্ত্রাসবাদের উস্কানি’ ও মানিলন্ডারিংয়ের অভিযোগে মামলা করেছে ভারত সরকার। যদিও তিনি এসব অভিযোগ অস্বীকার করে আসছেন। মামলার পর গ্রেফতার এড়াতে মালয়শিয়ায় আশ্রয় নেন জাকির। মালয়শিয়া সরকার তাঁকে স্থায়ী বাসিন্দার মর্যাদাও দিয়েছে।

তবে ভারত এবং মালয়শিয়ার সঙ্গে যেহেতু বন্দি প্রত্যর্পণের চুক্তি রয়েছে তাই জাকিরকে ফেরত পাঠানোর জন্য মালয়শিয়া সরকারের কাছে অনুরোধ করে ভারত।

কেন তাকে ভারতে পাঠানো হবে না, এই প্রসঙ্গে প্রধানমন্ত্রী মাহাথির বলেন, “জাকির নায়েক এখানে কোনো সমস্যার সৃষ্টি করেননি। তা ছাড়া উনি আমাদের দেশে স্থায়ী বাসিন্দা। যতক্ষণ পর্যন্ত কোনো সমস্যা সৃষ্টি করছেন না, ততক্ষণ তাকে ফেরত পাঠানো হবে না।”

গত কয়েকদিন ধরে নামহীন সূত্রের বরাতে ভারতীয় মিডিয়া জাকিরকে মালয়েশিয়া থেকে ফেরত পাঠানো হচ্ছে মর্মে খবর প্রকাশ করে আসছিলো।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply