জি–২০ সম্মেলনে মোদি-বাইডেন বৈঠক

|

ভারতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ছবি : সংগৃহীত

ইন্দোনেশিয়ার বালিতে জি-২০ সম্মেলন চলাকালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। খবর রয়টার্সের।

মঙ্গলবার (১৫ নভেম্বর) দুই নেতার মধ্যে কথা হয় বলে জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।

এক টুইট বার্তায় দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, তারা কোয়াডের মতো বিভিন্ন জোটের মধ্যে ক্রমবর্ধমান কৌশলগত সহযোগিতা ও পারস্পরিক সহযোগিতার প্রশংসা করেছেন।

মঙ্গলবার সকালে জি-২০ শীর্ষ সম্মেলনে ভাষণ দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বক্তব্যে তিনি বলেন, এটা যুদ্ধের সময় নয়। ইউক্রেনে যুদ্ধবিরতির উপায় সবাইকেই খুঁজতে হবে। সেই দায়িত্ব আজ আমাদের প্রত্যেকের। কূটনীতির রাস্তায় কী করে ফেরা যায়, তার খোঁজে সবাইকে সচেষ্ট হতে হবে।

আগামী বছর ভারতে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে জি-২০ শীর্ষ সম্মেলন। চলতি বছরের ১ ডিসেম্বর দেশটি এই সংস্থার সভাপতির দায়িত্ব গ্রহণ করবে।

এ প্রসঙ্গে মোদি বলেন, আগামী বছর জি-২০ নেতারা যখন বুদ্ধ ও গান্ধীজির দেশে মিলিত হবেন, আমি নিশ্চিত, তখন আমরা সবাই মিলে বিশ্ববাসীকে শান্তির বার্তা দিতে পারব।

এএআর/এনএএস


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply