শৈলকুপায় আওয়ামী লীগের দু’গ্রুপের সংঘর্ষে আহত ৩০

|

ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহের শৈলকুপায় রাজনৈতিক আধিপত্য বিস্তার করাকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে মহিলাসহ উভয়পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছে। আজ শনিবার সকাল সাড়ে ১০টার দিকে সারুটিয়া ইউনিয়নের ভাটবাড়িয়া গ্রামে এ সংঘর্ষ হয়। আহতদের প্রথমে সবাইকে স্থানীয় শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লক্সে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে গুরুতর ৭ জনকে ঝিনাইদহ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।

শৈলকুপা সদর সার্কেল সহকারী পুলিশ সুপার তারেক আল-মেহেদি জানান, দীর্ঘদিন ধরে জেলার শৈলকুপা উপজেলার সারুটিয়া ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান মাহমুদুল হাসান মামুন ও সাবেক ইউপি সদস্য আব্দুল আজিজের কর্মী সমর্থকদের মধ্যে বিরোধ চলে আসছিলো।

এরই জের ধরে আজ শনিবার সকালে ভাটবাড়িয়া গ্রামের স্থানীয় আওয়ামী লীগের দু-গ্রুপের লোকজন দেশিয় অস্ত্র-শস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এসময় ভাটবাড়িয়া গ্রামের উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছে।

আহতদের মধ্যে রেজাউল ইসলাম, রিপন হোসেন, আক্তার হোসেন, জামাল হোসেন, লালচান হোসেন, ইমরান হোসেন, হিরক ইসলাম ও মোক্তার হোসেনকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিরা স্থানীয় হাসপাতালে ভর্তি রয়েছে। এদের মধ্যে মোক্তারের অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানান।

এ ঘটনার পর এলাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply