মাদকাসক্তির প্রমাণ পেলে সরকারি চাকরিতে না: স্বরাষ্ট্রমন্ত্রী

|

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন, ফাইল ছবি

সরকারি চাকরিতে যোগদানের পূর্বে সিভিল সার্জনের মাধ্যমে মাদক পরীক্ষা করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। একইসাথে পরীক্ষায় মাদকাসক্তির প্রমাণ পাওয়া গেলে তারা চাকরি পাবেন না বলেও জানান তিনি।

আজ শনিবার দুপুরে রাজধানীর ফার্মগেটে আইডিয়াল ল কলেজের এক অনুষ্ঠানে তিনি একথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন বলেন, এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রস্তাবনায় প্রধানমন্ত্রী সম্মতিও দিয়েছেন। কারাগারে আটক ৮০ হাজার বন্দির মধ্যে ৪২ ভাগই মাদক সংশ্লিষ্ট মামলার আসামি বলেও জানান তিনি।

এসময় নির্মূল না হওয়া পর্যন্ত মাদকের বিরুদ্ধে চলমান অভিযান অব্যাহত থাকবে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

তিনি বলেন, সীমান্তে মাদক চোরাচালান বন্ধে ভারত থেকে সহযোগিতা পেলেও মিয়ানমারের কাছ থেকে তা পাওয়া যাচ্ছেনা।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply