নন এমপিও শিক্ষকদের অনশন অব্যাহত

|

এমপিও ভুক্তির দাবিতে আমরণ অনশন অব্যাহত রেখেছেন নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠানগুলোর শিক্ষক-কর্মচারিরা। গত ১৩ দিন ধরে জাতীয় প্রেসক্লাবের সামনে অনশন করছেন তারা।

শিক্ষকরা বলছেন, এসব শিক্ষা প্রতিষ্ঠানের ৮০ হাজার শিক্ষক-কর্মচারি মানবেতরভাবে জীবন যাপন করছেন। অনেক শিক্ষক ২০ বছরের অধিক সময়ে ধরে বিনা বেতনে এসব প্রতিষ্ঠানে শিক্ষকতা করে যাচ্ছে। যাদের অনেকেই চাকরি জীবনের শেষ প্রান্ত চলে এসেছেন। এ বছরের ৫ জানুয়ারিতে প্রধানমন্ত্রী এসব শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তির প্রতিশ্রুতি দিলেও তা এখনো বাস্তবায়িত হয়নি বলে জানিয়েছন শিক্ষকরা।

তাদের অভিযোগ, শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের অবহেলার কারণে এমপিওভুক্তি বাস্তবায়ন হচ্ছে না। এমপিওভুক্তি দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরণ অনশন চলবে বলে জানান শিক্ষকরা।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply