দক্ষিণ-পূর্ব এশিয়ায় শান্তির আহ্বান চীনের প্রেসিডেন্টের

|

দক্ষিণ চীন সাগরকে শান্তি বন্ধুত্ব ও সৌহার্দ্যের কেন্দ্রস্থল হিসেবে প্রতিষ্ঠার তাগিদ দিলেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। শুক্রবার (১৮ নভেম্বর) অ্যাপেক সম্মেলনের সাইডলাইনে অনুষ্ঠিত এক বৈঠকে এ আহ্বান জানান তিনি। খবর সিসিটিভি প্লাসের।

দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোকে একসাথে কাজ করার ওপর গুরুত্ব দেন শি। ব্রুনেইসহ সব আসিয়ান সদস্যদের সাথে সহযোগিতামূলক সম্পর্ক এগিয়ে নিতে প্রস্তুত চীন, এমন মন্তব্য করেন চীনের প্রেসিডেন্ট। এশিয়-প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক সহযোগিতা বিষয়ক সংস্থা অ্যাপেক এর ২৯তম সম্মেলনের সাইডলাইনে শুক্রবার ব্রুনেই এর সুলতান হাসানাল বোলকিয়ার সাথে সাক্ষাৎ করেন শি জিনপিং।

এছাড়া শুক্রবার অ্যাপেক জলপথে নিকটতম দুই প্রতিবেশির মধ্যে আস্থা ও পারস্পরিক সহযোগিতার সম্পর্ক বজায় রাখার আহ্বান জানান তিনি। সমুদ্র বিষয়ক আন্তর্জাতিক আইন মেনে চলার কথাও বলেন চীনের প্রেসিডেন্ট।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply