সমকামী-বিদ্বেষ ও বিদেশি শ্রমিকদের দুর্দশা নিয়ে কাতারের সমালোচনায় ‘ওয়ান লাভ’ আর্মব্যান্ড পরে মাঠে নামার কথা রয়েছে ইংল্যান্ড ও ওয়েলস ফুটবল দলের অধিনায়কের। ফিফা এই সিদ্ধান্তের অনুমতি দেয়নি। তবে শাস্তিস্বরূপ অর্থদণ্ড দেয়ার প্রস্তুতি নিয়েই এই আর্মব্যান্ড পরার কথা ভাবছে হ্যারি কেইন-গ্যারেথ বেলরা।
কাতারের সমালোচনায় ইতোমধ্যে মুখর ইউরোপীয় দেশগুলো। তারই প্রতিবাদে সাতটি দলের অধিনায়কদের ‘ওয়ান লাভ’ আর্মব্যান্ড পরে এবারের কাতার বিশ্বকাপে মাঠে নামার গুঞ্জন আছে। তবে এতে বাধা দেয় ফিফা। জানানো হয়, কোনো দল কোন ম্যাচে কোন আর্মব্যান্ড পরবে তা ঠিক করে দেবে ফিফা।
তবে, ফুটবলের নিয়ন্ত্রক সংস্থার এহেন সিদ্ধান্ত মানতে রাজি নয় ইংল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশন। প্রয়োজনে জরিমানা দিতেও রাজি ইংল্যান্ড। একই প্রতিবাদে ডেনমার্ক বেছে নিয়েছিল সম্পূর্ণ কালো জার্সি। তবে সেটি পরারও অনুমতি দেয়নি ফিফা।
আরও পড়ুন: আজ মনে হচ্ছে আমি সমকামী, আমি প্রতিবন্ধী, আমি প্রবাসী শ্রমিক: ফিফা প্রেসিডেন্ট
/এম ই
Leave a reply