রাশিয়ায় তৈরি হবে ইরানি ড্রোন!

|

ছবি : সংগৃহীত

কম খরচ ও দ্রুতগতিতে কার্যকর অস্ত্র ভাণ্ডার বাড়াতে ইরানের কামিকাজি ড্রোন নিজেদের দেশে অ্যাসেম্বলিং করার অনুমতি দিয়েছে রাশিয়া। যদিও তেহরান ও মস্কো ইউক্রেন-রাশিয়া সংঘাতে অস্ত্র সরবরাহের কথা বারবার অস্বীকার করে আসছে। খবর ওয়াশিংটন পোস্টের।

খবরে বলা হয়েছে, নভেম্বরের প্রথম সপ্তাহে রাশিয়া ও ইরানের মধ্যে একটি গুরুত্বপূর্ণ বৈঠক হয়েছে। সেখানে দুই দেশ একটি চুক্তি করেছে, যার আওতায় ইরানের নকশাকৃত কামিকাজি ড্রোন রাশিয়ায় তৈরি হবে। পশ্চিমা কয়েকজন নিরাপত্তা কর্মকর্তা যুক্তরাষ্ট্রের পত্রিকাটিকে এ তথ্য জানিয়েছেন বলে দাবি করা হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক ওই তিন কর্মকর্তার বরাত দিয়ে ওয়াশিংটন পোস্ট দাবি করছে, রাশিয়া ও ইরান এই ড্রোন প্রযুক্তি দ্রুত হস্তান্তরের জন্য কাজ করছে, আগামী কয়েক মাসের মধ্যে রাশিয়া উৎপাদনে যেতে চায়। ইরানের কাছ থেকে এই ড্রোন প্রযুক্তি পাওয়ার পর রাশিয়ার অস্ত্র শক্তি বেড়ে যাবে।

অন্যদিকে এসব ড্রোন ইরানের ভূখণ্ডে তৈরি না হওয়ায় পশ্চিমা নিষেধাজ্ঞা এড়ানো সম্ভব হবে মনে করে তেহরান।

এএআর/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply