‘পহেলা বৈশাখের পর থেকে ম্যানুয়ালি ভূমি কর নেয়া হবে না’

|

আগামী পহেলা বৈশাখের পর থেকে ম্যানুয়ালি আর ভূমি কর নেয়া হবে না জানিয়েছেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী। বলেছেন, ভূমি কর দেয়াটা দেশে একটা কষ্টকর ব্যাপার ছিল। সরকার সেটা পরিবর্তন করে ডিজিটালি দেয়ার ব্যবস্থা করেছে। তবে পাশাপাশি এখনও ম্যানুয়ালি ভূমি কর নেয়া হচ্ছে।

সোমবার (২১ নভেম্বর) বিকেলে রাজধানীর সাতরাস্তা মোড়ে ভূমি কর্যালয়ে এক অনুষ্ঠানে এসব কথা বলেন ভূমিমন্ত্রী। জানান, ভূমি ব্যবস্থাপনা ডিজিটাল করার পর থেকে জটিলতা অনেকটাই কমে এসেছে। পুরোপুরি ডিজিটাল হয়ে গেলে ভূমি নিয়ে মামলাসহ অন্যান্য জটিলতাও কমে আসবে।

সাইফুজ্জামান চৌধুরী আরও জানিয়েছেন, ভূমি মন্ত্রণালয় জমি একাধিকবার বন্ধক, ক্রয়-বিক্রয় বা নাম জারি সংশ্লিষ্ট জালিয়াতি বন্ধে মর্টগেজ ডেটা ব্যাংক স্থাপনের উদ্যোগ নেয়। গোল্ডবার রেখে জমি নেয়ার ব্যবস্থা প্রবর্তন করা হয়েছে। ভূমি সংক্রান্ত মামলায় সেবা গ্রহীতা ডিজিটাল মাধ্যমে মামলার তারিখ, আদেশ ও পর্যবেক্ষণ দেখতে পারবেন।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply