ম্যাক্সে র‌্যাবের অভিযান, বেসরকারি হাসপাতালে চিকিৎসা বন্ধের ঘোষণা মালিক-চিকিৎসকদের

|

ত্রুটিপূর্ণ লাইসেন্সে অদক্ষ চিকিৎসক-নার্স দ্বারা চিকিৎসা সেবা চালানো অভিযোগে চট্টগ্রাম নগরের বেসরকারি ম্যাক্স হাসপাতালে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) অভিযান চলছে। আজ রোববার বেলা সাড়ে ১১টার দিকে মেহেদীবাগের ওই হাসপাতালে ম্যাজিস্ট্রেট মো. সারওয়ার আলমের নেতৃত্বে অভিযান শুরু হয়।

অভিযানে আরও রয়েছেন ঢাকার স্বাস্থ্য অধিদফতরের প্রতিনিধি ডা. দেওয়ান মো. মেহেদি, ওষুধ প্রশাসন চট্টগ্রামের তত্ত্বাবধায়ক গুলশান জাহান প্রমুখ।

এদিকে র‌্যাবের অভিযানের ক্ষুব্ধ হয়ে চট্টগ্রামের সব বেসরকারি হাসপাতালে চিকিৎসা বন্ধের ঘোষণা দিয়েছেন বেসরকারি হাসপাতাল মালিকরা। তাদের এই ঘোষণায় সংহতি প্রকাশ করেছে চিকিৎসকদের সংগঠন বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন (বিএমএ)।

গত শুক্রবার রাত ১০টার দিকে শিশু রাইফার মৃত্যুর ঘটনায় দুই চিকিৎসককে চাকরিচ্যুত করেছে চট্টগ্রামের বেসরকারি ম্যাক্স হাসপাতাল। চিকিৎসক দুজন হলেন- ডা. দেবাশীষ সেনগুপ্ত ও ডা. শুভ্রদেব।

ম্যাক্স হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. লিয়াকত আলী খান শনিবার জানান, শিশু রাইফার মৃত্যুতে ওই দুই চিকিৎসকের অবহেলার অভিযোগের সত্যতা পাওয়ায় তাদের চাকরিচ্যুত করা হয়েছে।

গলাব্যথা নিয়ে গত ২৮ জুন বিকালে নগরীর মেহেদীবাগের বেসরকারি ম্যাক্স হাসপাতালে ভর্তি হওয়া দৈনিক সমকালের সিনিয়র রিপোর্টার রুবেল খানের আড়াই বছর বয়সী শিশুকন্যা রাইফা পর দিন শুক্রবার রাতে মারা যায়।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply