প্রধানমন্ত্রীর সফল অস্ত্রোপচার

|

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার গলব্লাডারে সফল অস্ত্রোপচার হয়েছে। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিমের পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার রাতে হঠাৎ পেটে ব্যথা অনুভব করলে প্রধানমন্ত্রীকে একটি স্থানীয় হাসপাতালে নেয়া হয়।

সেখানে স্বাস্থ্য পরীক্ষা শেষে গলব্লাডারে অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন ডাক্তাররা। সফল অস্ত্রোপচার শেষে একদিন পরই ওয়াশিংটনে তাঁর আবাসস্থলে ফিরে আসেন প্রধানমন্ত্রী। অস্ত্রোপচারের সময় শেখ হাসিনার সাথে ছিলেন তার ছোট বোন শেখ রেহানা ও ছেলে সজীব ওয়াজেদ জয়। এখন সম্পূর্ণ সুস্থ আছেন প্রধানমন্ত্রী। তবে চিকিৎসকদের পরামর্শে কয়েকদিন বিশ্রামে থাকতে হবে তাঁকে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। আগামী ৫ অক্টোবর দেশে ফিরবেন তিনি।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply