‘ওয়ান লাভ’ আর্মব্যান্ড পরতে না দেয়ায় মুখ ঢেকে জার্মানদের প্রতিবাদ

|

ছবি: সংগৃহীত

‘ওয়ান লাভ’ আর্মব্যান্ড পরে কাতার বিশ্বকাপে খেলার পরিকল্পনা করেছিল ইউরোপের বেশ কয়েকটি দেশ। তবে ফিফার হুঁশিয়ারির পর সেই সিদ্ধান্ত থেকে সরে আসতে হয় দেশগুলোকে। তবে প্রতিবাদ ঠিকই করলো জার্মানরা। জাপান ম্যাচের আগে ফটোসেশনে নিজেদের মুখ ঢেকে রাখে তারা। আর এভাবেই নীরব প্রতিবাদ জানায় জার্মানি জাতীয় দল।

গত সোমবার (২১ নভেম্বর) ‘ওয়ান লাভ’ আর্মব্যান্ড পরে খেলার সিদ্ধান্ত থেকে সরে আসতে হয় ইউরোপের দেশগুলোকে। ফিফা জানায়, এই আর্মব্যান্ড পরলে ‘সর্বনিম্ন শাস্তি’ স্বরূপ খেলোয়াড়দের হলুদ কার্ড দেখানো হবে। তবে এই আর্মব্যান্ড না পরলেও প্রতিবাদ হিসেবে নিজেদের অবস্থান ঠিকই জানান দিয়েছে জার্মানরা। মুখ ঢেকে এই ফটোশ্যুটের পর রেফারি চেক করে দেখেন জার্মান অধিনায়ক ম্যানুয়েল নয়্যারের আর্মব্যান্ড, যে সেটি ‘ওয়ান লাভ’ আর্মব্যান্ড কিনা। দর্শক সারিতে উপস্থিত জার্মান মন্ত্রী ন্যান্সি ফেজারকেও ‘ওয়ান লাভ’ আর্মব্যান্ড পরিহিত অবস্থায় দেখা গেছে।

ফটোশ্যুটে মুখ ঢেকে রাখার ব্যাপারটি ব্যাখ্যা করে টুইট করেছে জার্মান ফুটবল অ্যাসোসিয়েশন। তারা বলেছে, এটি কোনো রাজনৈতিক বিবৃতি নয়। কারণ, মানবাধিকার নিয়ে দর কষাকষি চলে না। আর্মব্যান্ড পরতে দেয়া হয়নি। তাই একটি বার্তা দেয়া জরুরি ছিল আমাদের জন্য। আমরা এটাই বলতে চেয়েছি যে, আর্মব্যান্ড পরতে না দেয়াটা আমাদের কাছে কথা বলার স্বাধীনতা হরণ করার মতোই গুরুতর বিষয়। আমরা আমাদের অবস্থানে শক্তভাবেই আছি।

/এম ই


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply