মহাসড়কের পাশেই বসছে হাট, চরম ভোগান্তি যাত্রীদের

|

মাগুরা প্রতিনিধি:

মাগুরায় মহাসড়কের পাশেই বসছে হাট। এতে সড়কজুড়ে ব্যাপক যানজটের সৃষ্টি হয়েছে। তাই রাস্তা থেকে হাটে সরানোর দাবি জানিয়েছেন স্থানীয়রা।

স্থানীয়রা জানায়, নতুন বাজার এলাকায় সপ্তাহে রোববার ও বৃহস্পতিবার দুইদিন হাট বসে। এতে ক্রেতা-বিক্রেতার ভিড়ে সড়কে যানজটের সৃষ্টি হয়। মাঝে মাঝে দুর্ঘটনাও ঘটে। ফলে, মহাসড়কের হাট নতুন কোনো স্থানে নিয়ে যেতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবি জানিয়েছে তারা।

বিক্রেতারা জানায়, দোকান বসানোর জন্য হাটের মধ্যে নির্দিষ্ট কোনো জায়গা নেই। তাই বাধ্য হয়ে তারা রাস্তাতেই বসেন। গাড়িচালকরা জানায়, সপ্তাহে দুইদিন এই এলাকা পার হওয়া যায় না। হাটের দিন প্রায়ই যানজট থাকে। ফলে ভোগান্তিতে পড়তে হয় তাদের।

এ বিষয়ে মাগুরা পৌরসভার মেয়র খুরশিদ হায়দার টুটুল বলেন, যেহেতু সপ্তাহে দুইদিন হাট বসে, তাই মানুষের আর্থসামাজিক দিকটি বিবেচনায় নিয়ে তাদের ছাড় দিতে হয়। এসময় রাস্তা থেকে হাট অন্যত্র নিয়ে যাওয়ার ব্যবস্থা করবেন বলেও আশ্বাস দেন তিনি।

এএআর/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply