ডলারের পরিবর্তে স্বর্ণের বিনিময়ে তেল কিনবে ঘানা

|

ডলারের পরিবর্তে স্বর্ণের বিনিময়ে তেল কিনবে ঘানার সরকার। বৃহস্পতিবার (২৪ নভেম্বর) এ তথ্য নিশ্চিত করেছেন দেশটির ভাইস প্রেসিডেন্ট মাহামুদু বাওমিয়া। খবর আল জাজিরার।

প্রেসিডেন্ট জানান, ডলারে তেল আমদানি করতে গিয়ে বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমেছে আশঙ্কাজনক হারে। গেল বছরের শেষে ৯ দশমিক ৭ বিলিয়ন ডলারের রিজার্ভ কমে চলতি বছর দাঁড়িয়েছে ৬ দশমিক ৬ বিলিয়ন ডলারে। ফলে দেশটিতে মূল্যস্ফীতি হয়েছে আকাশচুম্বী। অর্থনৈতিক সংকটে জনরোষের মুখে পড়েছে সরকার। যা মোকাবিলায় স্বর্ণ দিয়ে তেল কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। তেল আমদানিতে বৈদেশিক মুদ্রার প্রয়োজন না হলে রিজার্ভের ওপর সরাসরি প্রভাব পড়বে না বলে দাবি সরকারের।

স্বর্ণের বিনিময়ে জ্বালানি কেনার এ সিদ্ধান্ত পশ্চিম আফ্রিকার দেশটিতে বড় ধরণের কাঠামোগত পরিবর্তন আনবে বলে মনে করা হচ্ছে।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply