মেয়েসহ বিমানবন্দরেই গ্রেফতার হবেন নওয়াজ?

|

অ্যাভেনফিল্ড দুর্নীতি মামলায় আগাম জামিন না পেলে বিমানবন্দরেই গ্রেফতার হবেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ ও তার মেয়ে মরিয়ম। সোমবার এ কথা জানান দেশটির আইন ও বিচারমন্ত্রী আলি জাফর। বর্তমানে নওয়াজ শরিফ ও তার মেয়ে মরিয়ম লন্ডনে রয়েছেন। শুক্রবারই তাদের দেশে ফেরার কথা রয়েছে।

তবে, নওয়াজের আইনজীবী জামিন আবেদনের পাশাপাশি সাজার বিরুদ্ধে উচ্চ-আদালতে আপিল করবেন। এরইমধ্যে, নওয়াজকে জরিমানা করা দেড় কোটি ডলারের মধ্যে প্রায় ৮০ লাখ আদালতে জমা দেয়া হয়েছে।

এদিকে, অ্যাভেনফিল্ড দুর্নীতি মামলায় এক বছরের কারাদণ্ড পাওয়া নওয়াজের জামাতা সফদার আওয়ানকে রাওয়ালপিন্ডি থেকে গ্রেফতার করা হয়েছে।

বড় খবর আছে আরও। জাতীয় জবাবদিহি ব্যুরোর আভাস, নওয়াজের পর এবার পিপিপি নেতা আসিফ আলি জারদারির বিরুদ্ধে খতিয়ে দেখা হবে দুর্নীতির অভিযোগ।

উল্লেখ্য, গত শুক্রবার লন্ডনের চারটি ফ্ল্যাটের মালিকানা সংক্রান্ত দুর্নীতি মামলায় নওয়াজ শরিফকে ১০ বছর, মরিয়মকে ৭ বছর কারাদণ্ডের রায় দেন পাকিস্তানের আদালত।

যমুনা অনলাইন: এআর/টিএফ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply