যুদ্ধের মধ্যেই জেলেনস্কি প্রশাসনের অন্তর্কোন্দল প্রকাশ্যে

|

ছবি: সংগৃহীত।

রাশিয়ার বিরুদ্ধে শক্ত প্রতিরোধ গড়ে বিশ্বজুড়ে এক দৃষ্টান্ত সৃষ্টি করেছে ইউক্রেন। ক্রমাগত রুশ হামলা প্রতিহত করা, নাগরিকদের সুরক্ষা ও সেই সাথে ব্যাপক ক্ষয়ক্ষতি মেরামতের কাজ নিয়ে ব্যস্ত ইউক্রেন প্রশাসন। তবে এরই মধ্যে জেলেনস্কি প্রশাসনের মধ্যকার কলহ প্রকাশ্যে এসেছে। এ বিষয়ে কথা বলেছেন খোদ প্রেসিডেন্ট ভোলদেমির জেলেনস্কি। খবর দ্য ফার্স্ট পোস্টের।

সম্প্রতি একটি ভিডিও বার্তায় নিজেই এ কোন্দলের বিষয়টি প্রকাশ্যে আনেন জেলেনস্তি। সেখানে কিয়েভ মেয়রের প্রকাশ্য সমালোচনা করেন তিনি। জনগণের নিরাপত্তা নিশ্চিত ও বিদ্যুৎ সংকট দূর করাসহ নানা ইস্যুতে শহর প্রশাসনের কর্মতৎপরতার অভাব তুলে ধরেন প্রেসিডেন্ট।

জেলেনস্কি বলেন, দুঃখজনকভাবে সব শহরের স্থানীয় সরকার ভালোভাবে নিজেদের দায়িত্ব পালন করছে না। বিশেষ করে কিয়েভের মেয়রকে নিয়ে অনেক অভিযোগ রয়েছে। তার প্রতি আহ্বান, দেশের এমন পরিস্থিতিতে দয়া করে মনোযোগ দিয়ে দায়িত্ব পালন করুন। বাসিন্দাদের আরও নিরাপত্তা প্রয়োজন। এখনও শহরের ৬ লাখ মানুষ বিদ্যুৎ বিচ্ছিন্ন। কিয়েভের মেয়র কার্যালয় থেকে ভবিষ্যতে মানসম্মত কাজ আশা করছি।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply