কিশোর ফুটবলারদের উদ্ধার অভিযান নিয়ে হলিউডে চলচ্চিত্র!

|

উদ্ধার অভিযানের কিছু মুহূর্ত

শ্বাসরুদ্ধকর উদ্ধার অভিযানের মাধ্যমে থাইল্যান্ডের গুহায় আটকেপড়া কিশোর ফুটবলারদের বের করে আনা হয়েছে। সফল ও শ্বাসরুদ্ধকর এ উদ্ধার আভিযান নিয়ে চলচ্চিত্র বানাতে চাইছে মার্কিন চলচ্চিত্র নির্মাতা প্রতিষ্ঠান পিওর ফ্লিক্স। প্রতিষ্ঠানটির অংশীদার মাইকেল স্কট ও সহ-প্রযোজক অ্যাডাম স্মিথ গত কয়েকদিন ধরে থাইল্যান্ডের থাম লুয়াং গুহার আশেপাশে অবস্থান করেছেন। বার্তা সংস্থা এএফপি এ খবর দিয়েছে। মাইকেল স্কট বলেন, এই উদ্ধার কাহিনী নিয়ে হলিউডে একটি দারুণ সিনেমা নির্মাণ করা যাবে।

থাই গুহায় আটকেপড়া ফুটবলারদের উদ্ধার অভিযান নিয়ে বিশ্বজুড়ে উদ্বেগ-উৎকণ্ঠা সৃষ্টি হয়েছিল। আটকেপড়া ১২ কিশোর ও তাদের কোচের উদ্ধার প্রক্রিয়া গুরুত্ব দিয়ে প্রচার করেছে আন্তর্জাতিক গণমাধ্যম। খবর পেয়ে সেই গুহা এলাকায় হাজির হন হলিউডের দুই চলচ্চিত্র প্রযোজক। থাই কর্তৃপক্ষের অনুমতি মিললে গুহায় আটকেপড়া কিশোরদের কঠিন পরিস্থিতি ও তা থেকে মুক্ত হওয়ার রোমহর্ষক কাহিনি নিয়ে চলচ্চিত্র নির্মাণ করতে চান তারা।

সফলভাবে শেষ এই হওয়া এই উদ্ধার অভিযান হার মানিয়েছে চলচ্চিত্রের গল্পকেও। আভিযান চলাকালে থাই নেভি সিলের এক ডুবুরি মারা যান।

যমুনা অনলাইন: এফএম/টিএফ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply