বিশ্বকাপ ফাইনাল দেখা হচ্ছে না উদ্ধার হওয়া ফুটবলারদের

|

থাইল্যান্ডের থাম লুয়াং গুহায় আটকেপড়া ফুটবলাররা বিশ্বকাপ ফাইনালের আগে উদ্ধার হলে তাদের মাঠে বসে খেলা দেখার আমন্ত্রণ জানিয়েছিলেন ফিফার সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। আজ মঙ্গলবার কিশোর ফুটবলারদের উদ্ধার কাজ সফলভাবে শেষ হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, উদ্ধার হওয়া কিশোর ফুটবলাররা দীর্ঘদিন না খেয়ে গুহার ভেতরে স্যাঁতস্যাঁতে পরিবেশে থাকায় ফুসফুসে সংক্রমণের ঝুঁকিতে রয়েছে। তাই তাদের এক সপ্তাহ পর্যবেক্ষণে রাখতে চান তারা। এদিকে মাত্র চারদিন পর রোববার রাত ৯টায় বিশ্বকাপের ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে। এর ফলে, ম্যাচটি মাঠে বসে দেখতে পারছেনা কিশোররা।

২৩ জুন ঘুরতে গিয়ে চিয়াং রাই প্রদেশের এই গুহায় আটকাপড়ে ১২ কিশোর ফুটবলার ও তাদের কোচ। ৯ দিন পর তাদের খুঁজে পায় ব্রিটিশ ডুবুরিদের একটি দল। বৈরী আবহাওয়ার কারণে উদ্ধার কাজ রোববার থেকে শুরু করে থাই কর্তৃপক্ষ। তিনদিনের মাথায় উদ্ধার কাজ সফলভাবে শেষ হয়।
প্রথম দিন ৪ ফুটবলার, দ্বিতীয় দিনও ৪ ফুটবলার এবং শেষ দিন বাকি পাঁচ জনকে গুহা থেকে বের করে আনতে সক্ষম হয় ডুবুরিরা। বর্তমানে তারা চিয়াং রাই শহরের হাসপাতালে ভর্তি রয়েছেন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply