প্রথমার্ধে গোল শূন্য ফ্রান্স-বেলজিয়াম

|

শেষ প্রান্তে রাশিয়া বিশ্বকাপ। শুরু হয়ে গিয়েছে সেমি-যুদ্ধ। প্রথম সেমিফাইনালে লড়ছে ফ্রান্স ও বেলজিয়াম। এরই মধ্যে প্রথমার্ধের খেলা শেষ হয়েছে। এই অর্ধে দু’দলই লড়েছে বেশ। তবে গোলের দেখা পায়নি কেউ। ফলে গোলশূন্য বিরতিতে গিয়েছেন হ্যাজার্ড ও এমবাপ্পেরা।

ফাইনালে উঠার লড়াইয়ে সেন্ট পিটার্সবার্গে মুখোমুখি হয় ফ্রান্স-বেলজিয়াম। দুদলই আক্রমণাত্মক শুরু করে। প্রথম সুযোগ পায় বেলজিয়াম। তবে ১৫ মিনিটে হাতের নাগালে পাওয়া সুযোগ কাজে লাগাতে পারেননি এডেন হ্যাজার্ড।

একদিকে যেমন ভাগ্যের সহায়তা পায়নি এডেন হ্যাজার্ড-রোমেলু লুকাকুরা। অন্যদিকে ফ্রান্সের সামনে মূল বাধা হয়ে দাড়িয়েছেন বেলজিয়ামের গোলরক্ষক কোর্তোয়া। কিলিয়ান এমবাপ্পে আর বেঞ্জামিন পার্ভার্ডের নিশ্চিত গোল বাঁচিয়ে দিয়েছেন এই বেলজিয়ান।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply