চাল দুর্নীতি মামলায় ইংলাকের ৫ বছরের কারাদণ্ড

|

চাল দুর্নীতি মামলায় থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী ইংলাক সিনাওয়াত্রাকে ৫ বছরের কারাদণ্ড দিয়েছে সুপ্রিম কোর্ট। মঙ্গলবার তার অনুপস্থিতিতেই এ রায় দেন আদালত।

রায় ঘিরে বুধবার সকাল থেকেই আদালত চত্বরে নেয়া হয় কড়া নিরাপত্তা ব্যবস্থা। পরে ৯ জন বিচারকের একটি প্যানেল ৩ ঘণ্টা ধরে এ রায় পাঠ করেন। এর আগে ২৫ আগস্ট রায় দেয়ার কথা থাকলেও, ইংলাক দেশ ছেড়ে পালানোর কারণে স্থগিত করা হয় রায়।

ইংলাকের দলীয় সূত্র বলছে, দুবাইয়ে ভাই থাকসিন সিনাওয়াত্রার কাছেই অবস্থান করছেন তিনি। তার অবস্থান সম্পর্কে সরকারিভাবে কিছু না বলা হলেও, প্রধানমন্ত্রী প্রয়ুথ চান ওচার দাবি, ইংলাকের অবস্থান সম্পর্কে অবগত তিনি। রায়ের পর ইংলাকের অবস্থান গণমাধ্যমের কাছে প্রকাশ করা হবে বলে জানান তিনি। তবে তাকে ফিরিয়ে আনার প্রক্রিয়া কী হবে তা স্পষ্ট করেন নি প্রয়ুথ চান।

যমুনা অনলাইন: টিএফ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply